সন্ধ্যা মুখোপাধ্যায়
শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডু
1947--1968সাল। জহরলাল নেহেরুর সরকার। সন্ধ্যা মুখার্জি তখন 33 বছর বয়েসের।
1964--1966 সাল। লাল বাহাদুর শাস্ত্রীর সরকার। তখন উনি 35 বছর।
1966--1977 সাল। ইন্দিরা গান্ধীর সরকার। তখন উনি 46 বছর।
1977--1979 সাল। মোরারজি দেশাইয়ের সরকার। তখন উনি 48 বছর।
1979--1980 সাল। চরন সিং এর সরকার। তখন উনি 49 বছর।
1980--1984 ইন্দিরা গান্ধী সরকার। তখন উনি 53 বছর।
1984--1989 সাল। রাজীব গান্ধী সরকার। তখন উনি 58 বছর।
1989--1990 সাল। বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার। তখন উনি 59 বছর।
1990--1991 সাল। চন্দ্রশেখরের সরকার। তখন উনি 60 বছর।
1991--1996 সাল। পিভি নর সিংহ রাওয়ের সরকার। তখন উনি 65 বছর।
1996- অটল বিহারী সরকার। তখন উনি 65 বছর।
1996--1997 সাল। এইচডি দেব গৌঢ়ার সরকার। তখন উনি 66 বছর।
1997--1998 সাল। ইন্দ্র কুমার গুজরালের সরকার। তখন উনি 67 বছর।
1998--2004 সাল। অটল বিহারী বাজপেয়ীর সরকার। তখন উনি 73 বছর।
2004--2014 সাল। মনমোহন সিং এর সরকার। তখন উনি 83 বছর।
2014--2022 এখন নরেন্দ্র মোদির সরকার। ওনার এখন বয়স 90 বছর।
তবুও তিনি বলছেন তিনি উপেক্ষিত। দোষারোপ মোদি সরকারের উপর।
এই ঘৃণ্য রাজনীতির তীব্র প্রতিবাদ জানাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন