যোধাবাঈ
শেয়ার করেছেন ঃ প্রণব কুমার কুণ্ডু
১৪০০ বছর আগে, কোন এক মহাউন্মাদ পন্থপ্রবর্তক তার পুত্রের (পালিত) স্ত্রী'কে নিজের অঙ্কশায়িনী করেছিল। আর সেই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দ্যা শাহেনশা আকবরও তার পুত্রের (জাহাঙ্গীর) স্ত্রী মানভাবতী বাই'কে নিজের যৌনসঙ্গীনী বানাতে কার্পণ্য করে নি। এই না হলে "গ্রেট"!
- হ্যাঁ, আর... এই হতভাগিনীকেই আপনারা যোধাবাঈ বলে চেনেন।
মুঘল হারেমে যোধাবাঈ-এর ২০ বছর যৌন দাসীবৃত্তি'র ফসল হিসেবে একসময় খুশরু মির্জার জন্ম হলে, তার পিতৃত্ব নিয়েই প্রশ্ন উঠে যায়।
খুশরুর পিতা কে? আকবর না জাহাঙ্গীর??
এই নিয়ে রীতিমতো লড়াই বাঁধে দুই বিকৃতমস্তিষ্ক কামুকের মধ্যে।
জানেন কী? আকবরের ৪০এর বেশী স্ত্রী এবং ৫০০০ যৌন দাসী'র মধ্যে কোথাও যোধাবাঈ'কে তার স্ত্রী হিসেবে আমরা খুঁজে পাই না!
শুধু পাই যোধপুরের এক হিন্দু নাবালিকা নির্যাতিতার গুমরে মরা হাহাকারের শব্দ। যাকে বাধ্যতামূলক ভাবে তার শ্বশুর (অন্তত ৩০ বছর) এবং স্বামীর (অন্তত ১৬ বছর) সঙ্গে বিছানা ভাগ করে নিতে হয়েছে। যে শব্দ এখনও রাজস্থানের পাথরের চোখে অশ্রু ঝরায়। শুধু টলাতে পারে না সেক্যুলার হৃদয়ের ভন্ড বিচ্যুতি।
পরিনতি?
পাষণ্ড বাপ-ব্যাটার নিরবিচ্ছিন্ন অজাচারে ক্লান্ত বিধ্বস্ত হয়ে অবশেষে আত্মঘাতীনী হতে হয় সেই অভাগীকে। আর আজ সেই লাশের উপর আমাদের কিছু জানোয়ারের বাচ্চা খুঁজে নিয়েছে তাদের "যোধা-আকবর" হিন্দু-মুষলমান মহান প্রেম কাব্যের কাসুন্দি।
এ সম্পর্কে বিশদে জানতে পড়ুন, আর থুতু ফেলুনঃ
১. আইন-ই-আকবরী - আবুল ফজল।
২. আকবরনামা - আবুল ফজল।
৩. মুতাখাবুতাওয়ারিখ - বাদায়ুনী।
৪. তবকৎ-ই-আকবরী - নিজামুদ্দিন।
৫. আকবর দ্যা গ্রেট মুঘল - ভিনসেণ্ট আর্থার স্মিথ।
1টি কমেন্ট
লাইক করুন
কমেন্ট করুন
1টি কমেন্ট
গেমিং
·
প্রস্তাবিত লাইভ ভিডিওকনট্যাক্ট
গ্রুপে কথোপকথন
- অ্যাক্টিভBinod, Manik এবং আরো 2 জন
- অ্যাক্টিভKaruna এবং Tapash
নতুন গ্রুপ তৈরি করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন