শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

গীতার অনুবাদ



গীতার অনুবাদ
ফেসবুক থেকে শেয়ার করেছেন          প্রণব কুমার কুণ্ডু

 হিন্দু ধর্মই একমাত্র টিকে থাকবে।
গীতাকে হিব্রু ভাষায় প্রথম অনুবাদ করেন ইজরায়েলের বেজাশিটায়ন ল ফন্থ।
পরে তিনি ভারতে চলে আসেন এবং ইহুদি ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন।
সর্ব প্রথম রুশ ভাষায় গীতাকে অনুবাদ করেন নকিনভ।
পরবর্তীতে এই নকিনভ হিন্দু হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যান।

এছাড়া এই পর্যন্ত 293 জন মনীষী গীতাকে অনুবাদ করেছেন।এঁদের মধ্যে বাংলায় 58, ইংরেজিতে 88,জার্মান 12,রুশ 8,ফরাসী 8, স্প্যানিশ 13,আরবি 5,উর্দু 3।এই195 জন ছাড়াও আরও বেশ কয়েকটি ভাষায় গীতাকে অনুবাদ করা হয়েছে।
মজার বিষয়, সর্বপ্রথম আল্ কোরানকে বাংলা ভাষায় অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন।
তিনি কিন্তু অন্যান্যদের মতো ধর্মান্তরিত হননি।কারণ তিনি আগেই গীতা পড়েছেন এবং বুঝতে পেরেছেন যে এই শ্রীমদ্ভাগবত গীতাই সর্বোচ্চ গ্রন্থ তথা সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞান ভান্ডার।

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

Pushpendra speech at Azamgarh

শবেবরাত


শবেবরাত



প্রণব কুমার কুণ্ডু



ইসলামি পঞ্জিকায়
হিজরি পঞ্জিতে
শাবান মাসের
১৪ তারিখ
দিবাগত রাতে
লাইলাতুল বরাত
অর্থাৎ
শবেবরাত
পালিত হয়।

শবেবরাত
কিছু কিছু
দেশের
মুসলিমদের
একটি
পূণ্যময় রাত !

লাইলাতুল বরাতের
পরের দিন
বাংলাদেশে
সরকারি ছুটি।

ইসলামের পীঠস্থান
সৌদি আরবে
শবেবরাত পালনের
কোন
অস্তিত্ব নেই !

কোরানেও
শবেবরাত-এর
কোন
উল্লেখ নেই !

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

Samar Singha গোষ্ঠীটিতে একটি পোস্ট শেয়ার করেছেন: 💥ALL BENGAL RSS💥রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘ💥(সাপোর্টারস্)💥।



ফেসবুক থেকে শেয়ার করেছেন       প্রণব কুমার কুণ্ডু


জয় হিন্দুরাষ্ট্র
হিন্দু ভাইরা ‬পড়ুন জানুন, নিদ্রা ত্যাগ করুন ...
1378 সালে ভারতের এক অংশ আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র হয় - নাম ইরান .
1761 সালে ভারতের এক অংশ আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র হয় - নাম আফগানিস্তান.
1947 সালে ভারতের এক অংশ আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র হয় - নাম পকিস্তান .
1971 সালে ভারতের এক অংশ আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র হয় - নাম বাংলাদেশ .
1952 থেকে 1990 এর মধ্যে ভারতের এক রাজ্য মুসলিম রাজ্য হয়েছে - নাম কাশ্মীর...
এবার উত্তরপ্রদেশ, আসাম, কেরালা ও পশ্চিমবঙ্গ মুসলিম রাজ্য তৈরির পথে !
আর আমরা যখন হিন্দু শক্তিকে জাগ্রত করার কথা বলি, সত্যিটা বলি তখনই কিছু লোক আমাদের RSS, VHP আর SHIV-SENA, BJP বলে ঝেড়ে ফেলতে চায় !
1 মিনিট চ্যাটিং ছেড়ে এটা অবশ্যই পড়ুন .
ভারতে মুসলমান কারা শেষটা পড়লে বুঝতে পারবেন.....
🚩ধর্মের নামে ভারত কে টুকরো করেছে যে - জিন্না মুসলমান ছিল |
🚩কোটি কোটি হিন্দুর রক্ত ঝরিয়েছে যারা - সেই সব সুলতান মুসলিম ছিল ||
🚩হিন্দুদেরকে জবরদস্তি মুসলিম ধর্ম গ্রহণ করিয়েছে - সেই সব আরবরা মুসলিম ছিল |
🚩রাম মন্দির ভেঙ্গে মসজিদ বানিয়েছে - সেই বাবর মুসলিম ছিল ||
🚩গুরু তেগ বাহাদুর এর মাথা কেটে ছিল - সেই ঔরঙজেব মুসলিম ছিল |
🚩কাশ্মিরি পণ্ডিতদের নরসংহার করেছিল - সেই আতঙ্কবাদীরা মুসলিম ছিল ||
🚩মুম্বই বোম্ব ধমকা করেছিল - সেই দাউদ মুসলিম ছিল |
🚩ভারতে 5কোটি বাংলাদেশী কাঙালি অনুপ্রবেশকারী - সব মুসলিম |
🚩বুদ্ধ, মহাবীর, কালী মুর্তি যারা ভেঙ্গে ছিল - তারা সবাই মুসলিম |
🚩ভারতের সংসদে হামলা - আফজল মুসলিম ||
🚩গোধরা তে করসেবক দের পুড়িয়ে হত্যা করেছিল - তারা সব মুসলিম |
🚩পাকিস্তান, বাংলদেশ, আসাম, কাশ্মীর থেকে হিন্দুদেরকে তাড়াচ্ছে - তাড়া সবাই মুসলিম ||
🚩26/11 তে হিন্দুদেরকে গুলিবিদ্ধ করে - সে মুসলিম, কাসব |
🚩অমরনাথ যাত্রা রুখতে চেয়েছিল - সেই গিলানি মুসলিম ||
🚩অমরনাথ যাত্রীদের কর চালু করে - সেই মন্ত্রী মুসলিম ( কংগ্রেস )|
🚩100 কোটি হিন্দুকে কাটার কথা বলে - ওবেসী মুসলিম ||
👹যারা গরু খায় - মুসলিম |
👹বন্দেমাতরম বলে না - মুসলিম ||
👹কাশ্মীরে ভারত মুর্দাবাদ বলে - মুসলিম |
👹হায়দ্রাবাদে জাতীয় পতাকা জালায় - মুসলিম ||
👹কামদুনি, কালিয়াচক, ক্যানিং, দেগঙ্গা, বর্ধমান এ রেপ, খুন,ডাকাতি, বোম্ব ব্লাস্ট করে - সব মুসলিম
© আমি কোনো মুসলিমকে খারাপ মুসলমানদের এর বিরোধিতা করতে দেখিনি, কিন্তু হিন্দুকে দেখেছি আরএসএস এর বিরোধিতা করতে ।
© আমি কোন মুসলিমকে দেখিনি দুর্গাপুজো কিংবা কালীপূজাতে পার্টি দিতে,কিন্তু হিন্দুকে দেখেছি ইফতার পার্টি দিতে ।
© আমি কাশ্মীরে ভারতের পতাকা জ্বলতে দেখেছি,কিন্তু কোন মুসলিমকে দেখিনি পাকিস্তানের পতাকা জ্বালাতে ।
© আমি হিন্দুকে দেখেছি টুপি মাথায় মসজিদে ঢুকতে,কিন্তু কোন মুসলিমকে দেখিনি তিলক লাগিয়ে মন্দিরে ঢুকতে ।
© আমি হিন্দুকে দেখেছি ধর্মনিরপেক্ষতারকথা বলতে, কিন্তু দেখিনি মুসলিমকে অন্য ধর্মের প্রশংসা করতে।
© আমি মিডিয়াকে দেখেছি বিদেশের গুনগান করতে, কিন্তু দেখিনি মিডিয়াকে ভারতে সংস্কার প্রচার করতে।
© আমি ফালতু পোষ্টে হাজার কমেন্ট দেখেছি, কিন্তু জাতীয়তাবাদী,রাষ্ট্রবাদী পোষ্টে একটাও কমেন্ট দেখিনি।
@আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আরো পাঁচ জন হিন্দুকে এটা কপি করে পোস্ট করুন । ॐ

মীনাদে


মীনাদে


শেয়ার করেছেন          ফেসবুক থেকে




মন্তব্য
  • Mina Dey Thank you jamaibabu
    1

মন্তব্য লিখুন...

পারিবারিক


পারিবারিক



Chaitali Chowdhury           ফেসবুক থেকে শেয়ার করেছেন 


        প্রণব কুমার কুণ্ডু

এমন বন্ধু আর কে আছে
🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼
আজও দুঃখে আনন্দে তোমাদের খুঁজে ফিরি