রবিবার, ২০ মে, ২০১৮

প্রাকৃত সৃষ্টি


প্রাকৃত সৃষ্টি



ঈশ্বরের প্রেরণায়, ক্ষোভিত ত্রিগুণের অলোরনে, প্রথম সৃষ্টি মহত্তত্ত্বের !

দ্বিতীয় সৃষ্টি অহংকার !
যার থেকে, পঞ্চভূতের, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের, এবং পঞ্চ কর্মেন্দ্রিয়ের উৎপত্তি !
এগুলোর সাহায্যে, দ্রব্য, জ্ঞান, ও ক্রিয়ার উদয় হয় !

তৃতীয় সৃষ্টি ভূতসর্গ !
যেখানে থাকে পঞ্চমহাভূত সৃষ্টিকারী তন্মাত্রবর্গ !

চতুর্থ সৃষ্টি ইন্দ্রিয়সমুদয়, যা জ্ঞানশক্তি  এবং ক্রিয়াশক্তির দ্বারা নিষ্পন্ন হয় !

পঞ্চম সৃষ্টি।সাত্ত্বিক অহংকার থেকে সৃষ্টি. মন এবং ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবতারা।

ঐ পঞ্চম সৃষ্টির পরে, অবিদ্যার সৃষ্টি হল, তা ষষ্ঠ সৃষ্টি !
এই অবিদ্যা, তামিশ্র, অন্ধতামিশ্র, তম, মোহ আর মহামোহ !

এই অবিদ্যাই অজ্ঞান !
অজ্ঞান, জীবের বুদ্ধির ওপর, আবরণ ও বিক্ষেপ ঘটায় !

এই ছয় প্রকার সৃষ্টি, প্রাকৃত সৃষ্টি !



* সূত্র : 'শ্রীমদ্ভাগবত মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ২৪৫-২৪৬।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন