কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসার ব্যবস্থা কিংবা অব্যবস্থা
কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল-এর মেডিসিন বিভাগ থেকে, থাইরয়েড টেষ্ট করার কথা বলা হয়েছিল
তারিখ ০৭/০৭/২০১৭।
টেষ্ট করার দিন নির্ধারিত হয়েছে ২৭/১২/২০১৭।
পাঁচ মাসেরও বেশি সময় পরে !
এটা কী পশ্চিমবঙ্গ সরকারের চিকিৎসার ব্যবস্থা ?
না অব্যবস্থা ?
ভবিষ্যতে, তাদের কী আমরা আর ভোট দেব ?
না ভোট দেওয়া বন্ধ করব !
Thyroid function tests
1) Radioactive iodine uptake
2) Resin T3 uptake
3) Thyroid-stimulating hormone (TSH )
4) Thyroxine T4, serum radioimmunoassay
5) Triiodothyronine ( T3 ) plasma
ওগুলোর মধ্যে কেবল, T4 এর & TSH-এর কথা বলা হয়েছিল !
প্রণব কুমার কুণ্ডু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন