বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

ঘুম


ঘুম



শিশুদের
ঘুম ভাঙাতে
নেই !

ঘুমের মধ্যেই
শিশুরা
বেড়ে ওঠে !

ঘুমোলে

বড়দেরও অনেক
মনের অসুখ
সেরে ওঠে !

মজলেম্/মাজলিম্


মজলেম্/মাজলিম্



শুধু লিঙ্গমুণ্ডের
ত্বক ছেদন করলে
আর নামাজ পড়লে
কেউ
মজলেম্ হয়ে
যায় না !

কোরান-এ
নাকি বলা আছে
কোন অপরাধী
আর মিথ্যুক
মাজলিম্ হতে
পারে না !



* মজলেম্/মাজলিম্ = moslem/muslim.

শ্রীশ্রীরামকৃষ্ণ


শ্রীশ্রীরামকৃষ্ণ



শ্রীরামকৃষ্ণ, তাঁর নিজের ফোটো, নিজেই পুজো করেছিলেন !

শ্রীরামকৃষ্ণ-এর কাছে, তাঁর নিজের ছবিই, মহাযোগীর মূর্তি হিসাবে, প্রতিভাত হয়েছিল !

তাই দেখে, দক্ষিণেশ্বরের কালীমা, মুখ টিপে, হেসেছিল !

শুধু নিজের ছবিকে নয়, শ্রীরামকৃষ্ণ, তাঁর নিজের বৌকেও, পুজা করেছিলেন !

পুজো করে, শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীসারদা-মাকে,  "মন্ত্রদাতা গুরু-মা" বানিয়েছিলেন !



* লেখাটির পটভূমিতে, শ্রীশ্রীলাটুমহারাজের স্মৃতি !

সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

যোগবিভূতি


যোগবিভূতি



চেতন বা জড়
সমাধি
প্রাপ্তির পথে

সাধকের কতকগুলি
অলৌকিক শক্তি
জন্মায় !

তাকে বলে
সিদ্ধাই
বা যোগবিভূতি।

সেগুলির মধ্যে
অন্তর্যামিত্ব
এবং
অনাগত-জ্ঞাতৃত্ব
প্রধান....



* পটভূমিতে..... শ্রীশ্রীলাটু মহারাজের স্মৃতি....

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

আত্মা ৩


আত্মা ৩



সনাতন রাজ্যের
পথিকেরা !
তোমরা অমর !
অমর তোমাদের আত্মা !
তোমাদের আত্মা কি
মুক্ত ?
তোমাদের আত্মা কি
চিরআনন্দময় ? 

মানুষ মর্ত্যের দেবতা


মানুষ মর্ত্যের দেবতা



মানুষ
অমৃতের পুত্র !
নাকি অমৃতের-অধিকারী
পুত্র !
মানুষ !
তুমি মর্ত্যের দেবতা !
সত্যি ?
সত্যি সত্যি
সত্যি সে কথা ?

ক্যানসার


ক্যানসার



রবিবার ০৪।০২।২০১৮ তারিখে
বিশ্ব ক্যানসার দিবস।

ঐ দিনে কি মুখে মুখে
আরো ক্যানসার ছড়াবে ?

না ক্যানসার ছড়ানো
বন্ধ হয়ে
ক্যানসার তাড়াবে ?

না ক্যানসার সারাবে ?