রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
FEVICOL SH
FEVICOL SH
SYNTHETIC RESIN ADHESIVE
ওরা sealed করা product বেচে না।
ফলে adultraration-এর ভয় থাকে।
ভেতরের মাল বের করেও নিতে পারে।
ঢাকনাটাও শক্তপোক্ত নয়।
ভেতরের মালটা শুখিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়।
মনে হয় pedilite কোম্পানিটির product-এর গুণমান খুবই বাজে।
আপনারা জেনে রাখুন।
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
থাইল্যান্ড
থাইল্যান্ড
প্রণব কুমার কুণ্ডূ
বৌদ্ধদেশ থাইল্যান্ড।
থাইল্যান্ডের জাতীয় প্রতীক গরুড়।গরুড় পৌরাণিক জীব, দেখতে অর্ধেক পাখি ( মাথাটা ), আর অর্ধেক ( পুরুষ ) মানুষের মতো। ডানা আ্ছে। পাখির মতো উড়তে পারে। মানুষের মতো কথা বলতে পারে। ন্যায়পরায়ণ এবং নীতিনিষ্ঠ। কর্তব্যকর্মে প্রাণ দিতেও পারে।
থাইল্যান্ডের জাতীয় গ্রন্থ রামায়ণ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিমানবন্দরের নাম স্বর্ণভূমি বিমানবন্দর।
থাইল্যান্ডে আছে রাম স্ট্রিট।
অশোক স্ট্রিট।
থাইল্যান্ডে সনাতনি হিন্দুধর্মের গভীর প্রভাব রয়েছে।
থাইল্যান্ডের রাজা ভগবান বিষ্ণুর অবতার।
থাইল্যান্ডের রাজার নাম, কোন না কোন 'রাম'।
রাজার পরিবার থাইল্যান্ডে, অযোধ্যা নামের একটি শহরে থাকেন।
জায়গাটি ব্যাংকক থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
রাজারা রামের উত্তরসূরি হিসাবে ভগবান বিষ্ণুর অবতার।
এখন থাইল্যান্ডে ৯৯ শতাংশ বৌদ্ধ।
থাইল্যান্ডে রামলীলা হয়।
থাইদের পূর্বপুরুষরা ছিলেন হিন্দু।
সে কারণে তারা হিন্দুধর্মের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।
থাইল্যান্ডে থেরবাদ বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ।
থাইল্যান্ডের জাতীয় ধর্মগ্রন্থ রামায়ণ। থাই ভাষায় যার নাম, রাম-কিয়ান। বাংলা করলে দাঁড়ায়. রাম-কীর্তি যা কিনা আমাদের বাল্মীকি রামায়ণের ওপর ভিত্তি করে লেখা।
থাইরামায়ণে বিভিন্ন চরিত্রের নামগুলি এইরকম :-
রাম রামা
লক্ষ্মণ লাক
বালি পালি
সুগ্রীব সুক্রিপ
অঙ্গদ ওনকোট
বিভীষণ বিপেক
জটায়ু জাতায়ু
রাবণ রাবণ ইত্যাদি।
বামের জীবনযাত্রা নিয়ে, থাইল্যান্ডে অনেক অনেক নৃত্যনাট্য অভিনীত হয়।
এখন কৃষ্টিতে সংস্কৃতিতে থাইল্যান্ড সম্ভবত দ্বিতীয় সনাতনি ভারতবর্ষ, সম্ভবত আরও বড়ো !
বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
স্ফটিক লিঙ্গ
মোসলেম
মোসলেম
##
শেয়ার করেছেন :- প্রণব কুমার কুণ্ডূ
##
##
কনট্যাক্ট
গোষ্ঠী কথোপকথনগুলি
- Binod, Manik এবং আরো 3 জন