বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

তি-পিটক


তি-পিটক



পালি ভাষায় তি-পিটক !
বাংলায় ত্রিপিটক !

তি-পিটক।
তিন পিটকের সমন্বিত সমাহার !

তিনটি পিটক।
১। বিনয় পিটক
২। সূত্র পিটক
৩। অভিধর্ম পিটক।

পিটক শব্দটি পালি ভাষায়।
যার অর্থ, ঝুড়ি পাত্র বাক্স প্যাঁটরা ঝাঁপি ইত্যাদি !
অর্থাৎ, যেখানে কোন কিছু, ঘরোয়া ভাবে, সংরক্ষণ করা যায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন