প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

মহাদেশ সম্বন্ধীয়

মহাদেশসম্বন্ধীয়

মহাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে






                 বিশ্বমানচিত্রে সাতটি মহাদেশ

মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ডসমূহকে বুঝায়।
পৃথিবীতে ৭ টি মহাদেশ রয়েছে।

মহাদেশসমূহ হল

১। এশিয়া,
২। ইউরোপ,
৩। আফ্রিকা,
৪। উত্তর আমেরিকা,
৫। দক্ষিণ আমেরিকা,
৬। এন্টার্কটিকা,
৭।  অস্ট্রেলিয়া

দ্বীপসমূহকে পার্শ্ববর্তী মহাদেশের অন্তর্গত হিসেবে ধরা হয়।

এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহকে অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত করে নতুন ভূ-রাজনৈতিক অঞ্চল  "ওশেনিয়া"  সৃষ্টি করা হয়েছে।

    সংখ্যা

    মহাদেশসমূহকে পৃথক করার কয়েকটি উপায় রয়েছে:
    মডেল
    চার মহাদেশ     আফ্রো-ইউরেশিয়া    আমেরিকা   এন্টার্কটিকা   অস্ট্রেলিয়া
    ছয় মহাদেশ   আফ্রিকা   ইউরোপ   এশিয়া    আমেরিকা   এন্টার্কটিকা   অস্ট্রেলিয়া
    ছয় মহাদেশ

      আফ্রিকা    ইউরেশিয়া   উত্তর আমেরিকা   দক্ষিণ আমেরিকা   এন্টার্কটিকা   অস্ট্রেলিয়া
    সাত মহাদেশ   আফ্রিকা   ইউরোপ   এশিয়া   উত্তর আমেরিকা   দক্ষিণ আমেরিকা   এন্টার্কটিকা   অস্ট্রেলিয়া
    • চীন, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, পশ্চিম ইউরোপের কিছু অংশ এবং ইংরেজি ভাষাভাষী জনসংখ্যার দেশ, যেমন অস্ট্রেলিয়া,[১১] এবং যুক্তরাজ্য এ[১২] সাত মহাদেশ মডেল শিখানো হয়।
    •  
    • যুক্ত ইউরেশিয়াসহ ছয় মহাদেশ মডেল রাশিয়া, পূর্ব ইউরোপ ও জাপান এ ব্যবহৃত হয়।
    •  
    • যুক্ত আমেরিকাসহ ছয় মহাদেশ মডেল ফ্রান্স ও ফরাসি উপনিবেশসমূহ, ইতালি, পর্তুগাল, স্পেন, রোমানিয়া, লাতিন আমেরিকা,[১৩] এবং গ্রিস এ ব্যবহৃত হয়।[৩]
    •  
      • এই মডেল থেকে এন্টার্কটিকা মহাদেশ জনশূন্য হওয়ায় তা বাদ দিয়ে পাঁচ মহাদেশ মডেল গৃহীত হয়েছে। এই মডেল জাতিসংঘ এবং অলিম্পিক সনদ এ ব্যবহৃত হয়।
      •  

    পৃথিবীর  উচ্চতম  ও  নিম্নতম  স্থান

     

    মহাদেশ উচ্চতম স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (মিটার) সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (ফুট) দেশ বা অঞ্চলে অবস্থান নিম্নতম স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (মিটার) সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (ফুট) দেশ বা অঞ্চলে অবস্থান
    এশিয়া মাউন্ট এভারেস্ট ৮,৮৪৮ ২৯,০২৯ চীন ও নেপাল মৃত সাগর -৪২৭ ১,৪০১ ইসরায়েল ও জর্ডান
    ইউরোপ এলব্রুস পর্বত ৫,৬৪২ ১৮,৫১০ রাশিয়া কাস্পিয়ান সাগর -২৮ -৯২ রাশিয়া
    আফ্রিকা কিলিমাঞ্জারো ৫,৮৯৫ ১৯,৩৪১ তানজানিয়া আসাল হ্রদ -১৫৫ -৫০৯ জিবুতি
    উত্তর আমেরিকা দেনালি ৬,১৯৮ ২০,৩৩৫ যুক্তরাষ্ট্র মৃত উপত্যকা -৮৬ -২৮২ যুক্তরাষ্ট্র
    দক্ষিণ আমেরিকা অ্যাকনকাগুয়া পর্বত ৬,৯৬০ ২২,৮৩০ আর্জেন্টিনা লাগুনা দেন কার্বন -১০৫ -৩৪৪ আর্জেন্টিনা
    এন্টার্কটিকা ভিনসন স্তূপপর্বত ৪,৮৯২ ১৬,০৫০ (নাই) ভেস্টফোল্ড পর্বত -৫০ -১৬০ (নাই)
    অস্ট্রেলিয়া পুঞ্চাক জায়া ৪,৮৮৪ ১৬,০২৪ ইন্দোনেশিয়া (পাপুয়া) আয়ার হ্রদ -১৫ -৪৯ অস্ট্রেলিয়া






  • Continents

    1. "Preamble"। Olympic Charter। International Olympic Committee। ৮ ডিসেম্বর ২০১৪। পৃ: ১০। সংগৃহীত ১৯ মার্চ, ২০১৭। "the five interlaced rings, which represent the union of the five continents"


    বিশ্বের মহাদেশসমূহ

       
    Africa (orthographic projection).svg
    আফ্রিকা
    Antarctica (orthographic projection).svg
    অ্যান্টার্কটিকা
    Asia (orthographic projection).svg
    এশিয়া
    Australia-New Guinea (orthographic projection).svg
    অস্ট্রেলিয়া
    Europe orthographic Caucasus Urals boundary.svg
    ইউরোপ
    Location North America.svg
    উত্তর আমেরিকা
    South America (orthographic projection).svg
    দক্ষিণ আমেরিকা

       
    Afro-Eurasia (orthographic projection).svg
    আফ্রো-ইউরেশিয়া
    Americas (orthographic projection).svg
    আমেরিকা
    Eurasia (orthographic projection).svg
    ইউরেশিয়া
    Oceania, broad (orthographic projection).svg
    ওশেনিয়া


       
    ভূতাত্ত্বিক অতিমহাদেশসমূহ
    গন্ডোয়ানা · লরেশিয়া · প্যানজিয়া · প্যানোশিয়া · রডিনিয়া · কলাম্বিয়া · কেনরল্যান্ড · উর · ভালবারা

    ঐতিহাসিক মহাদেশসমূহ
    আর্কটিকা · এশিয়ামেরিকা · আটলান্টিকা · আভালোনিয়া · বাল্টিকা · সিমেরিয়া · কঙ্গো ক্রেটন · ইউরামেরিকা · কালাহারিয়া · কাজাকিস্তানিয়া · লরেনশিয়া · সাইবেরিয়া · দক্ষিণ চীন · উর

       
    Submerged continents
    Kerguelen Plateau · Zealandia
    Possible future supercontinents
    Pangaea Ultima · Amasia
    Mythical and theorized continents
    Atlantis · Lemuria · Meropis  · Mu · Terra Australis

    See also Regions of the world
    পৃথিবীর অঞ্চলসমূহ[আড়াল করো]
    LocationAfrica.png আফ্রিকা কেন্দ্রীয় · পূর্ব · উত্তর · দক্ষিণ · পশ্চিম
    LocationAmericas.png আমেরিকা ক্যারিবিয়া · কেন্দ্রীয় · ল্যাটিন · উত্তর · উত্তরাঞ্চলীয় · দক্ষিণ
    LocationAsia.png এশিয়া কেন্দ্রীয় · পূর্ব · উত্তর · দক্ষিণ · দক্ষিণ-পূর্ব · পশ্চিমাঞ্চলীয়
    Location of Europe.svg ইউরোপ কেন্দ্রীয় · পূর্ব · উত্তর · দক্ষিণ · পশ্চিম
    LocationOceania.png ওশেনিয়া অস্ট্রালেশিয়া · মেলানেশিয়া · মাইক্রোনেশিয়া · পলিনেশিয়া
    LocationAntarctica.png অ্যান্টার্কটিকা

    LocationPolarRegions.png মেরু উত্তর · দক্ষিণ
    LocationOceans.png মহাসাগরসমূহ মহাসাগরসমূহ  :                         প্রশান্ত, আটলান্টিক, ভারত,  দক্ষিণ,       আর্কটিক   

    সূত্র  উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ।
    প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৩:০১ PM
    শেয়ার করুন

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    ‹
    ›
    হোম
    ওয়েব সংস্করণ দেখুন

    আমার সম্পর্কে

    প্রণব কুমার কুণ্ডু
    আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন
    Blogger দ্বারা পরিচালিত.