প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা

রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

সুপ্রিম কোর্ট


প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৩:৫২ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

শান্তমিত্র


প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৩:১১ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

কেজরি-অমিত

ক্যাপশন যোগ করুন
ক্যাপশন যোগ করুন

প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৩:০৩ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

বিপ্লবী


বিপ্লবী



ছয়জন বিশিষ্ট ব্যক্তি,  তাঁদের যাঁর যাঁর স্বীয়,   গুরুর আদেশ,  লঙ্ঘন করেছিলেন !

তাঁরা ছিলেন
১। ভরত
২। প্রহ্লাদ
৩। সুকদেব
৪। বিভীষণ
৫। পরশুরাম
৬। বলি

আর গোপিনীরাও, সেই লঙ্ঘনকারীদের মধ্যে ছিলেন !

মনে হয়,  ঐ ছয়জন অতি বিশিষ্ট ব্যক্তিরা,  এবং, সমস্ত গোপিনীরা,   সকলেই বিপ্লবী ছিলেন !

এও মনে হয়,  কার্লমার্কস,  রাশিয়ার বিভিন্ন নেতারা,  এবং চিন,  ঐ সমস্ত  বিপ্লবীদের অভিজ্ঞতার আলোকে,  শিক্ষা নিয়েছিলেন !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ১১:৪৯ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

কাঁচি


কাঁচি



কাঁচি।
দুটি ফলাযুক্ত কর্তনযন্ত্র বিশেষ !
কাঁচি দিয়ে কাপড় ইত্যাদি কাটা হয় ! কাটতে গেলে কঁচ কঁচ শব্দ হয় !

কাঁচি শব্দটা এসেছে, তুরকি শব্দ,  'কইন্ চি' থেকে !

কাঁচিকে,  আনেক সময়,  কথ্য বাংলা কথায়,  'কাঁইনচি' বলা হয় !

কাছাকাছি অন্য বাংলা শব্দ, 'কঞ্চি' !
অবিশ্যি তার অর্থ আলাদা !
কঞ্চি।
বাঁশের সরু ডাল !
কথায় বলে, বাঁশের চেয়ে কঞ্চি দড় !

কঞ্চিকে, তুর্কি ভাষায় বলে, 'কম্ চী' !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৮:১২ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

নতুন সম্ভাষণ


নতুন সম্ভাষণ


"জয় ! শ্রীরাম !"
এখন ওটাই হোক
বাঙালি হিন্দুদের
সম্ভাষণ মন্ত্র !

'নমস্কার' বলা
এখন তোলা থাক !

দেখা হলেই 
সম্ভাষী বলুন
"জয় ! শ্রীরাম !"
 
সম্ভাষিত
প্রতিসম্ভাষণ করুন
"জয় ! জয় ! শ্রীরাম !"

প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৩:৩২ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

গঙ্গার জল


গঙ্গার জল



গঙ্গার রেশির ভাগ জল,  যে ফারাক্কার ব্যারেজের সব লকগেট খুলে দিয়ে,  বাংলাদেশকে পাঠাচ্ছ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আর, কেন্দ্রীয় সরকার,  তার  review  করো !

ভারতের পবিত্র গঙ্গা নদীর পবিত্র জল, ভারতের অভ্যন্তরেই ধরে রাখো !

গঙ্গা আমদের দেবী !

দেবীকে, কিছুতেই বিধর্মীদের হাতে, ভাগ করে দিও না !

যা পাপ করেছ, করেছো, আর পাপ কাজ কোরো না !

সে পাপ সইবে না !

হিন্দুধর্ম,  হিন্দুসংস্কৃতি,  রক্ষা করো !

গঙ্গাকে বাঁচাও ! দেশকে বাঁচাও !

কলকাতাকে গঙ্গাজল দাও ! কলকাতাকে চাঙ্গা করো !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ১২:০৮ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

যুক্তি-বুদ্ধি এবং বোধি


যুক্তি-বুদ্ধি এবং বোধি



প্রণব কুমার কুণ্ডু











যে কোন সার্থক সৃষ্টি,  তা সে,  অধ্যাত্মজীবন সাধনাই হ'ক,  বা,  আমার কবিতা সৃষ্টিই হ'ক,  বোধির আবেশেই তা ঘটে !

বোধি  realization !

সেখানে, বুদ্ধির প্রভাব থাকে !
যুক্তির প্রভাবও থাকে !

বোধি যেন হন, গর্ভধারিণী মাতা !
সেখানে,  বুদ্ধি,  ধাত্রীমাতা ! ধাইমা ! প্রসবকারিণী রমণী ! পরিচর্যাকারিণী নারী ! সেবিকা ! nurse ! পালনকারিণী !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৯:১৬ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন


পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন



অফিসের ঠিকানা
৩২ বি.বা.দী. বাগ
স্টাণ্ডার্ড  ইনস্যুরেন্স বিল্ডিং
কলকাতা ৭০০০০১

ওয়েব সাইট
www.wbcerc.gov.in


ব্যক্তিগতভাবে, websiteটি,  আমি,  verification  করিনি !

জেলাগুলিরস্তরে, ভারপ্রাপ্ত আধিকারিকরা, মাননীয় জেলাশাসকবৃন্দ !


কারোর কোন email address দেয় নি !


কেন দেয় নি ?

কারণ, পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণের সাথে, ওটা একটা,  "ঠাট্টা"  !  

প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৮:৪৫ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

মকরসংক্রান্তি


মকরসংক্রান্তি



মকরসংক্রান্তি !

বাংলা মাঘ মাসের সংক্রান্তি তিথি !

ঐদিন সূর্যদেবতার মকর রাশিতে সঞ্চরণ !

সংক্রমণ করে, সূর্যদেবতা, উত্তরায়ণ যাত্রা আরম্ভ করেন !

হিন্দুধর্মের ঐতিহ্য অনুযায়ী, আসুন ! আমরা সূর্যদেবতার,  উত্তরায়ণ যাত্রার দেবতাকে,  স্মরণ করি,  পূজা করি,   আর প্রণাম করি !
যাতে,  সূর্যদেবতার,  উত্তরায়ণের পুরো যাত্রা পথ, শুভ ও স্বস্তিদায়ক হয় !

মকর।
রাশিচক্রের দশম রাশি মকর !
জ্যোতিষে, মকর, সেই একই দশম রাশি,  ত্রিশ ডিগ্রি পরিমাণ মাপন,  এবং  দশম বৃত্তখণ্ড !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৭:১৫ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

বেদমন্ত্রের স্রষ্টা


বেদমন্ত্রের স্রষ্টা




ঋষিরা বেদমন্ত্রের স্রষ্টা !
ঋষিরা সত্যবাক্। সত্যনিষ্ঠ। বিচক্ষণ।
বেদমন্ত্রের স্রষ্টা, অতি প্রাচীন ঋষিরা, যাঁরা কিনা, প্রথম জমানার ঋষি

১। কুৎস
২। অত্রি
৩। রেভ
৪। অগস্ত্য
৫। কুশিক
৬। বশিষ্ট
৭। ব্যশ্ব

ঋষিরা বেদমন্ত্রের স্রষ্টা । ঋষিরা সত্যবাক্। সত্যনিষ্ঠ ! বিচক্ষণ।
বেদমন্ত্রের স্রষ্টা, প্রাচীন ঋষিরা, যাঁরা কিনা, দ্বিতীয় জমানার ঋষি

১। মরীচি
২। অত্রি
৩। অঙ্গিরা
৪। পুলস্ত্য
৫। পুলহ
৬। ক্রতু
৭। বশিষ্ঠ

অত্রি এবং বশিষ্ঠ প্রথম জমানার ঋষি।
অত্রি এবং বশিষ্ঠ দ্বিতীয় জমানারও ঋষি !

সম্ভবত, প্রথম জমানার বেদমন্ত্রের স্রষ্টা হয়ে, ঋষি অত্রির এবং ঋষি বশিষ্ঠর, পরমায়ু বেড়েছিল বেশ বেশি !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৮:৪৩ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

খচ্চর ১১


খচ্চর ১১



খচ্চরদের খামখেয়ালে, কোন খচ্চর,  কেউ কখনো,  ঘোড়া হয়ে যায় ! কোন খচ্চর, কেউ কখনো,  গাধা হয়ে যায় ! কখনো ঘোড়া চড়ে গাধার পিঠে ! কখনো গাধা চড়ে ঘোড়ার পিঠে ! তাতে আরও আরও, নতুন নতুন, খচ্চরদের জন্ম হয়ে যায় !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৩:৩২ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা !


শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা !
 
 
 
শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা
সকলকে !
 
 
প্রণব কুমার কুণ্ডু
১লা  বৈশাখ  ১৪২৪

প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৬:৪২ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

হংস


হংস



হংস পৌরাণিক পাখি।

হংস ব্রহ্মা সরস্বতী বরুণদেবতার এবং অশ্বিনীকুমারদ্বয়েরও বাহন।

হংসের কথা ঋগ্বেদে উল্লেখ আছে !

হংস জলমিশ্রিত সোমরস থেকে বিশুদ্ধ সোমরস পান করতে পারত !

নেশায় পাখনা ছড়িয়ে, যৌনঅঙ্গ দেখিয়ে,  উথাল-পাথাল হত !
তখন হংস-হংসীদের দেখতে দারুণ লাগত !

তারপর হংস-হংসীরা সঙ্গমে রত হত !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ১০:১১ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

সাপ্তাহিক বর্তমান ১


সাপ্তাহিক বর্তমান ১

Your Memories on Facebook
 
Pranab Kumar, we care about you and the memories you share here. We thought you'd like to look back on this post from 1 year ago.
 
Pranab Kumar Kundu
April 12, 2016 
·
সাপ্তাহিক বর্তমান
-------------------

গত ১৬ই আগস্ট ২০১৪ সালের ' সাপ্তাহিক বর্তমান'-এ আমার একটি প্রচ্ছদ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল।
প্রবন্ধটির বিষয়বস্তু, সাপ্তাহিক বর্তমানের সম্পাদক, শ্রী রন্তিদেব সেনগুপ্ত মহাশয় ঠিক করে আমাকে জানিয়েছিলেন।

এর অল্পকিছুদিন পরে রন্তিদেববাবু আমাকে ফোনে তাগাদা দিয়েছিলেন এবং তার পরের দিনই, আমি প্রবন্ধটি, অত্যন্ত কষ্ট করে, সাপ্তাহিক বর্তমানের অফিসে গিয়ে, রন্তিদেববাবুর হাতে, ব্যক্তিগত ভাবে দিয়ে এসেছিলাম।


তখন রন্তিদেববাবুর সঙ্গে,  প্রবন্ধটি এবং আনুষঙ্গিক অর্থকরী ব্যাপারে কথা হয়  এবং প্রবন্ধটি উনি  'দেখেও'  নেন।


কিন্তু অতীব দুঃখের সঙ্গের জানাচ্ছি, উক্ত প্রবন্ধটির দরুণ সম্মানদক্ষিণা আমাকে এখনো দেওয়া হয় নি ; যদিও আমি পাঁচপাঁচটি চিঠি, দুটি ইমেল এবং দৈনিক বর্তমান পত্রিকার, 'প্রতিকার চাই' বিভাগে চিঠি দিয়েছি।


সে সব চিঠি/ইমেল বা 'প্রতিকার চাই'-এর ব্যাপারে বর্তমান কর্তৃপক্ষ কোন সদর্থক ভূমিকা পালন করেনি বা সেগুলির প্রাপ্তিস্বীকারও করা হয় নি। এমন কি সাপ্তাহিক বর্তমানের নির্দিষ্ট  'লেখকের কপিটি'  পর্যন্ত আমাকে দেওয়া হয় নি।


উক্ত প্রবন্ধটি ছিল, একটি ফরমায়েসি(অর্ড়ারি) প্রবন্ধ।


ব্যাপারটা সকলের অবগতির জন্য জানালাম


আমি মনে করি সাপ্তাহিক বর্তমানের তরফে আমি প্রতারিত হয়েছি।


প্রণব কুমার কুণ্ডু ১২/৪/২০১৬ ।
২২৩ মিত্রপাড়া রোড,নৈহাটি.উত্তর ২৪ পরগনা, পশ্চিম বঙ্গ, ভারত,পিন ৭৪৩১৬৫।

প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ১০:৪৬ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

নারকেল তেলে মাত্র ১৮% নারকেল তেল !


নারকেল তেলে মাত্র ১৮% নারকেল তেল !



একটা নারকেল তেল বাজারে বিক্রি হয়।
Sealed Plastic Bottle-এ !

নাম

NIHAR
Naturals

কি আছে সেই নারকেল তেলে ?

কথ্য ভাষায়,  'নারকেল',  অন্য বিকল্প শব্দ দুটি,  'নারিকেল',  এবং  'নারকোল' !

কি আছে,  সেই,  নারকেল তেল-এ ?

Mineral Oil  81%  ( V/V )
Coconut Oil  18%  ( V/V )

দুটি মিলিয়ে দাঁড়ায়,  ৯৯% !

আর আছে
Fragrance, BHT , Jasmine Extract, Methi Extract
এই চারটির, আলাদা আলাদা পরিমাণের কথা,  লেখা নেই !
তবে ধরে নেওয়া যায়, ঐ চারটি মিলিয়ে আছে ১% !

মেথি।
The fenugreek plant or its seed.

প্লাস্টিকের শিশির গায়ে, এসব, এত ছোট ছোট অক্ষরে, এমন ভাবে লেখা, যে পড়াই যায় না !

তেলটি
Mktg by Marico Ltd
Bandra ( W )
Pin 400 050

Email
csc@maricoindia.net

এই  নারকেল তেলটা  কি একটা  'ভেজাল'  নারকেল তেল ?
Adulterant,  Mineral oil  দিয়ে,  নারকেল তেলটা, কি  Adulteration করা হয়েছে ?

ভারতের রাজ্য সরকারগুলো, এবং, কেন্দ্রীয় সরকার,  ব্যাপারটা দেখুন !








প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ১:৪৩ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

তোর্ষার জল


তোর্ষার জল



তিস্তার বদলে তোর্ষার জল !
বাংলাদেশে বইবে জলের ঢল !

বছর চারেক আগে কোচবিহার গিয়েছিলাম !
কুচবিহার শহরের তোর্ষা নদীর ধার ধরে কিছুটা হেঁটেছিলাম !
বাসে করে তোর্ষার ব্রিজ পার হয়ে, তোর্ষা নদীর ওপারে গিয়েছিলাম !
সব কিছু দেখেছিলাম !

কিন্তু তোর্ষার জল কোথায় ? 
কতটুকু জল বাংলাদেশকে পশ্চিমবঙ্গ দিতে পারবে !
তোর্ষার জল পেলে বাংলাদেশের কি হবে ?

তবে বর্ষাকালে তোর্ষায় বন্যার জল থাকে !
বর্ষার তোর্ষার জল পেলে   বাংলাদেশ বন্যায় ভাসবে !
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৭:৫১ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

দেশ এবং পৃষ্ঠাদর্শন

দেশ এবং পৃষ্ঠাদর্শন



আমার বিভিন্ন বিষয়ক রচনায়,  পৃষ্ঠাদর্শনের  নিরিখে,  মার্কিন যুক্তরাষ্ট্র,  ভারতের থেকে অনেক এগিয়ে থাকছে !

প্রথম দশটি দেশের নাম এবং পৃষ্ঠাদর্শনের হিসাব এখানে দেওয়া হল !

আনন্দে থাকুন !

প্রণব কুমার কুণ্ডু।

১০।০৪।২০১৭।

দেশ অনুসারে পৃষ্ঠাদর্শন

ব্লগ দর্শকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেশের গ্রাফ
প্রবেশপৃষ্ঠাদর্শন
মার্কিন যুক্তরাষ্ট্র
2265
ভারত
839
জার্মানি
294
বেলজিয়াম
254
ফ্রান্স
76
আয়ারল্যান্ড
40
সিঙ্গাপুর
6
অস্ট্রিয়া
5
বাংলাদেশ
3
নেদারল্যান্ডস
3
প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৫:৪৯ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের ওষুধ


পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের ওষুধ



পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে  CIPROFLOXACIN TABLETS 500mg Strength-এর যে ওষুধ supply করা হচ্ছে,  strip-এর গায়ে লেখা, " Each film coated tablet... "
কিন্তু বাস্তবে  tabletগুলো  film coated  নয় !
Tabletগুলো  'হক্কো'  তেতো ! খাওয়া যায় না !
সম্ভবত কোনো  Coatingই নেই !

যাঁরা  Drug Procurement-এ আছেন, বা, যাঁরা Drug Approval   করেন, তাঁরা এই ব্যাপারটায় নজর দিন !

Tabletগুলো,  Made in India by  BEWELL LABS.  PVT.  LTD,  Rabindranagar,  P.O. Laskarpur, Dist.- 24 Parganas (s),  West Bengal  700 153.

ওষুধটি কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের গুণমানের যাচাই-এর ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা করে দেখা হক !

যদি দেখা যায় ঐ কোম্পানিটি অসৎ,  তবে  কোম্পানিটির বিরুদ্ধে উপযুক্ত আইনি এবং  প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হক !

প্রয়োজনে কোম্পানিটিকে  Black Listed করা হক !


B.No.CPL-64 MFD. 12/16
EXP. 11/19 CMS(H)CAT
No. 11.05(a)/P-1(a)
W.B. GOVT. SUPPLY.
NOT FOR SALE.



প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৫:১২ AM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

শিউলি ফুল ২


শিউলি ফুল ২



 




শিউলি ফুল ২


শরতের সন্ধ্যায় শিউলি গাছে শিউলি ফুল ফোটা শুরু হয়। সারারাত ধরে শিউলি ফুলের কুঁড়ি একটু একটু
তার পাপড়ি খুলতে থাকে। ভোরে শিউলি ফুল তার পূর্ণতা পায়। সন্ধ্যার পর থেকেই শিউলি গাছের চারধারের বাতাস,  মধুর শিউলি ফুলের গন্ধে ম-ম করে। ভোরে সূর্যের আলোর আভায়, শিউলি ফুল প্রায় নিঃশব্দে, ঝরে পড়তে শুরু করে।
শিউলি ফুল সাধারণত,  হেমন্ত ঋতু পর্যন্ত থাকে।

শিউলি ফুলের অন্যান্য নাম

শেফালি
শেফালিকা
পারিজাত
রাগাপুষ্পি
নিশিপুষ্পিকা

ওড়িয়া ভাষায় নাম : গঙ্গা শিউলি

ইংরেজিতে
Night-flowering Jasmine
Coral Jasmine

শিউলি ফুলের গাছ, ফুল সমেত,  সমুদ্রমন্থনের সময়, সমুদ্র থেকে উঠে আসে।
শিউলি ফুলের শুভ্র দেহ,  গৌরিক বোঁটা,  নয়নাভিরাম সৌন্দর্য  আর দারুণ গন্ধে মাতোয়ারা হয়ে,  দেবরাজ ইন্দ্র,  শিউলি গাছটির দখল নেন,  এবং সমুদ্রমন্থন থেকে প্রাপ্ত,  ঐরাবত-এর পিঠে চাপিয়ে, গাছটি স্বর্গে নিয়ে যান।

শিউলি স্বর্গের পারিজাত। পারিজাত অজস্র ফোটে। গন্ধে ম-ম হয়ে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে স্বর্গের পারিজাত গাছে ফল আসে না !

সেইজন্য, শ্রীকৃষ্ণ, পুরো পারিজাত গাছটিই,  অন্যতম পাটরানি,  সত্যভামার অনুরোধে,  শিকড়শুদ্ধু উপড়ে তুলে, গরুড়-এর পিঠে চাপিয়ে,   দ্বারকায় নিয়ে এসেছিলেন। সারা রাস্তাটা, সত্যভামা, পারিজাত গাছটা, দুহাতে অাঁকড়ে ধরে রেখেছিলেন, যাতে হাত ফস্কে গাছটি পড়ে না যায়।


প্রতিটি শিউলি ফুলের, সাধারণত, পাঁচ থেকে আটটি শ্বেতশুভ্র পাঁপড়ি থাকে।
পুষ্পের অভ্যন্তরের কেন্দ্র, কমলা রঙের।
ফুলগুলো দলবদ্ধভাবে,  একসাথে,  দুই থেকে সাতটি ফুলের,  গুচ্ছ হিসাবে থাকে।

শিউলির ফল সবুজ-বাদামি রঙের,  হৃৎপিণ্ডের মতন দেখতে,  তবে ক্ষুদ্র আকারবিশিষ্ট এবং কিছুটা গোলাকার।
প্রতিটি ফলের দুইটি ভাগ থাকে। প্রতিটি অংশে একটি করে শিউলির বীজ থাকে।

শ্রীকৃষ্ণের আটজন পাটরানি। তাদের মধ্যে সত্যভামা আর রুক্মিণী প্রধানা। গাছটা লাগানো হয়েছিল সত্যভামার বাগানে। পাশেই রুক্মিণীর বাগান। সুগন্ধি পারিজাতশিউলি ফুল, দুই বাগানেই ঝরে পড়ত। তাতে দুই রানিরই মনের আনন্দ বাড়ত।

দুই রানিই,  ফুলগুলো কুড়িয়ে,  ফুলের বোঁটাগুলো ছাড়িয়ে,  বোঁটাগুলো রোদে শুখিয়ে,  গুঁড়িয়ে, উষ্ণ গরম জল মিশিয়ে, দারুণ সুন্দর হলুদ রঙ বানাতেন। ওটা ছিল ওঁদের দুজনের খেলা !

সেই রঙ দিয়ে তাঁরা, তাঁদের কাঁচুলি রাঙাতেন !

শ্রীকৃষ্ণ, দুজনকেই, তাঁদের সুন্দর সুন্দর কাঁচুলির জন্য,  তারিফ করতেন !

প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ৬:০১ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন

শিউলি ফুল ১


শিউলি ফুল ১





Pranab Kumar Kundu
7 mins ·

ছবি ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে।

ব্লগ কর্তৃপক্ষ ছবি ব্যবহারে বাধা দিচ্ছেন।

এই বাধা দেওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ আপনারা খুঁজে পাবেন না !

পুরো ব্যাপারটাই Arbitrary !



এই পৃষ্ঠায় HTTP রিসোর্স রয়েছে, যার কারণে HTTPS হয়ে ব্লগটি দেখা হলে সেক্ষেত্রে মিশ্র সামগ্রী নিরাপত্তা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় বিঘ্ন ঘটাতে পারে।



সমাধান করুন খারিজ আরো জানুন


<img border="0" height="537" src="http://onushilon.org/plant/image/shiuli-ful.jpg" style="margin-left: auto; margin-right: auto;" width="640">



ব্লগ-এ যে সমস্ত লেখা বা ছবি ব্যবহার হচ্ছে, তা ব্লগ ব্যবহারকারীদের সকলের ব্যবহার যোগ্য হওয়া উচিত বলে আমি মনে করি !


তবু শিউলি ফুলের ছবিটা কি করে ফেসবুকে চলে গেল আমি জানিনা !


ফেসবুক-কে ধন্যবাদ !
ফেসবুক-এর সহযোগিতার জন্য ধন্যবাদ !!
ফেসবুক-এর তরফে সৌহার্দ্য দেখানোর জন্য ধন্যবাদ !!!



Pranab Kumar Kundu
.


Pranab Kumar Kundu
7 mins ·
ছবি ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে
ব্লগ কর্তৃপক্ষ ছবি ব্যবহারে বাধা দিচ্ছেন।
এই বাধা দেওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ আপনারা খুঁজে পাবেন না !
..
Pranab Kumar Kundu
.


Pranab Kumar Kundu
7 mins ·
ছবি ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে
ব্লগ কর্তৃপক্ষ ছবি ব্যবহারে বাধা দিচ্ছেন।
এই বাধা দেওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ আপনারা খুঁজে পাবেন না !








Pranab Kumar Kundu.

Pranab Kumar Kundu
9 mins ·
ছবি ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে
ব্লগ কর্তৃপক্ষ ছবি ব্যবহারে বাধা দিচ্ছেন।
এই বাধা দেওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ আপনারা খুঁজে পাবেন না !









Pranab Kumar Kundu
9 mins ·
ছবি ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে
ব্লগ কর্তৃপক্ষ ছবি ব্যবহারে বাধা দিচ্ছেন।
এই বাধা দেওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ আপনারা খুঁজে পাবেন না !













  1. প্রণব কুমার কুণ্ডুর একগুচ্ছ ছবি

    Image may contain: 3 people, people standing and child
    Image may contain: 1 person, standing and eyeglasses
    Image may contain: 1 person, sunglasses and closeup
    Image may contain: 1 person, standing and eyeglasses
    Image may contain: 1 person, standing and eyeglasses
    Image may contain: 2 people, eyeglasses and closeup

  2. প্রণব কুমার কুণ্ডুর একগুচ্ছ ছবি




    Krishna Kundu
    কৃষ্ণা কুণ্ডু ও চিত্তরঞ্জন কোলে

    Chittaranjan Kolay




    চৈতালি চৌধুরি

    Chaitali Chowdhury
    চৈতালি চৌধুরি







প্রণব কুমার কুণ্ডু এই সময়ে ১২:২০ PM কোন মন্তব্য নেই:
শেয়ার করুন
‹
›
হোম
ওয়েব সংস্করণ দেখুন

আমার সম্পর্কে

প্রণব কুমার কুণ্ডু
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন
Blogger দ্বারা পরিচালিত.